আরব আমিরাতের জাতীয় দিবস উপলক্ষে হাটহাজারী সমিতির বর্ণাঢ্য মেজবান ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সংযুক্ত আরব আমিরাতের ৫৪তম জাতীয় দিবস উদযাপনকে কেন্দ্র করে দুবাইয়ের মুশরিফ পার্কে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান উৎসব। শুক্রবার (৫ ডিসেম্বর) হাটহাজারী সমিতি ইউএই’র উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে আমিরাতের সাতটি প্রদেশ থেকে ২৫০০ এর বেশি প্রবাসী অংশ নেন।

উৎসবমুখর পরিবেশে বিভিন্ন বয়সের প্রবাসীরা পরিবার-পরিজনসহ আনন্দঘন সময় কাটান। আয়োজনের মধ্যে, শিশু-কিশোরদের আমিরাতের জাতীয় পোশাক প্রতিযোগিতা, আমিরাতের ইতিহাস-ঐতিহ্যবিষয়ক কুইজ, মহিলাদের দেশি পিঠা প্রতিযোগিতা, শিশুদের দৌড় প্রতিযোগিতা এবং ঐতিহ্যবাহী খাবার ও সংস্কৃতি নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই ছিল প্রধান উদ্দেশ্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহ্বায়ক এনামুল হক ফুরকান এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মোহাম্মদ ওসমান। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন হাটহাজারী সমিতি ইউএই’র আহ্বায়ক সিআইপি জসিম উদ্দিন ও সদস্য সচিব মুজিবুল হক মঞ্জু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সাহাদাত হোসেন, রফিকুল আলম, মির কামাল, আব্দুর রাজ্জাক রেজা (বিমান), মোস্তফা মাহমুদ, মো: সুমন স্বদেশ গ্রুপ, মির মহিউদ্দিন মিন্টু, এম এনামুল হক (দুবাই), মাহবুবুল আলম, দিদার ভান্ডারি, সিআইপি সজিব, সিআইপি সেলিম, শাহিনুর শাহিন, মোহাম্মদ শাহজাহান, ওমর গণি , জামাল উদ্দিন কন্ট্রাক্টর ,মোহাম্মদ তৌহিদুল আলম, আব্দুর রহিম মানিক, হাবিবুর রহমান ,প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুরশেদ সহ গণমাধ্যম কর্মী ও কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ।

বিভিন্ন পর্বে শিশু-কিশোরদের দৌড় প্রতিযোগিতা, নারীদের পিঠা প্রতিযোগিতা, পিলো পাসিংসহ নানা ইভেন্টের পাশাপাশি ফ্রি কুপনের মাধ্যমে ড্র আয়োজন করা হয়। আল-আমিন জুয়েলার্সের সৌজন্যে ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশনসহ বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় নানা পুরস্কার।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। এ পর্বে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে আমিরাতে অবস্থানরত হাটহাজারীর তিন শিক্ষার্থীকে গোল্ডেন ক্রেস্ট প্রদান করা হয়। তাদের মধ্যে রয়েছেন— নাজওয়া মোস্তফা (গোল্ডেন ভিসা হোল্ডার ২০২২, ৪র্থ বর্ষ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং), সামিরা বেগম (গোল্ডেন ভিসা হোল্ডার ২০২৫), এবং তানজিনা আক্তার (হাটহাজারীর একমাত্র ফিজিওথেরাপিস্ট) যিনি বিশেষ সম্মাননা লাভ করেন।

এ ছাড়া চট্টগ্রামের ভাষা বিশ্বব্যাপী পরিচিত করার অবদানের জন্য হাটহাজারীর প্রথম কনটেন্ট ক্রিয়েটর ও এয়ার এরাবিয়ার সুপারভাইজার ফাহাদ লোকমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। একই সঙ্গে হাটহাজারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল হাসান এবং সাধারণ সম্পাদক জামাল উদ্দিনকেও বিশেষ সম্মাননা জানানো হয়।

মাওলানা নাছির উদ্দিনের তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— এস এম মোদাচ্ছের শাহ, হাবিবুল্লাহ, জামাল উদ্দিন, দিদারুল আলম, শহিদুল্লাহ, জবরুল আলম, রাশেদুল আলম, উত্তম কুমার, ওমর গনি, হাসেম উদ্দিন, আরিফুল আজম, নাছির উদ্দিন খোকন, সাইফুল্লাহ চৌধুরী, শহিদুল্লাহ বাবর, দিদারুল আলম দিদার,রবিউল হাসান রুবেল, সিরাজুদ্দৌলা, রেজাউল আমিন, গোলাম কাদের জিলানী, সিআইপি সজিব, মুরশেদুজ্জামান চৌধুরী, জয়নাল আবেদিন জিল্লুর, আসাদ নূর, রুবেল চৌধুরী, ইফতেখার আলম ফয়সাল, আজম চৌধুরী, কাজি আবুল হাসেম, তৌহিদুল আলম, আলাউদ্দিন কামাল উদ্দিন, মো: এনাম, আসাদ নুর, ইলিয়াস ব্যাংকারসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *