সংযুক্ত আরব আমিরাতের ৫৪তম জাতীয় দিবস উদযাপনকে কেন্দ্র করে দুবাইয়ের মুশরিফ পার্কে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান উৎসব। শুক্রবার (৫ ডিসেম্বর) হাটহাজারী সমিতি ইউএই’র উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে আমিরাতের সাতটি প্রদেশ থেকে ২৫০০ এর বেশি প্রবাসী অংশ নেন। উৎসবমুখর পরিবেশে বিভিন্ন বয়সের প্রবাসীরা পরিবার-পরিজনসহ আনন্দঘন সময় কাটান। আয়োজনের মধ্যে, শিশু-কিশোরদের আমিরাতের জাতীয় পোশাক প্রতিযোগিতা, আমিরাতের ইতিহাস-ঐতিহ্যবিষয়ক কুইজ, মহিলাদের দেশি পিঠা প্রতিযোগিতা, শিশুদের দৌড় প্রতিযোগিতা এবং ঐতিহ্যবাহী খাবার ও সংস্কৃতি নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই ছিল প্রধান উদ্দেশ্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহ্বায়ক এনামুল হক ফুরকান এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মোহাম্মদ ওসমান। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন হাটহাজারী সমিতি ইউএই’র আহ্বায়ক সিআইপি জসিম উদ্দিন ও সদস্য সচিব মুজিবুল হক মঞ্জু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সাহাদাত হোসেন, রফিকুল আলম, মির কামাল, আব্দুর রাজ্জাক রেজা (বিমান), মোস্তফা মাহমুদ,…